Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ek Jibane Lyrics | এক জীবনে | Subhamita Banerjee Lyrics - Subhamita Banerjee

Collection Subhamita Banerjee

Ek Jibane Lyrics | এক জীবনে | Subhamita Banerjee Lyrics

 Lyrics Forest   832


Ek Jibane Lyrics | এক জীবনে | Subhamita Banerjee lyrics (Primary language)

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে,

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে,

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে, 

এঁকে যাও মননে সঙ্গপনে। 

 

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে,

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে। 

 

এক জীবনে যায় কি গোনা 

আকাশ ভরা তারা ?

এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা। 

এক জীবনে যায় কি গোনা 

আকাশ ভরা তারা ?

এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা। 

 

নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল,

নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল,

জানিনা কি স্রোতে ভেসে ভেসে

আজ হারানু নিজের ঠিকানা। 

 

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে, 

এঁকে যাও মননে সঙ্গপনে। 

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে,

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে।

 

এক জীবনে যায় কি পাওয়া

চাই যা মনের মতন,

এক জীবনে যায় কি দেওয়া

হৃদয় যখন তখন। 

এক জীবনে যায় কি পাওয়া

চাই যা মনের মতন,

এক জীবনে যায় কি দেওয়া

হৃদয় যখন তখন। 

 

নাহ্ তবে কি ভুল

স্বপ্ন রং ঝরা বকুল,

নাহ্ তবে কি ভুল

স্বপ্ন রং ঝরা বকুল,

এ মন ব্যাকুলে ছাড়িয়ে দু কুল

হারাতে কোথায় মানা। 

 

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

না যাবেনা তোমায় জানা

তুমি আকাশ অজানা,

ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে, 

এঁকে যাও মননে সঙ্গপনে। 

 

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে,

এক জীবনে না না হয়তো

নয় এক জীবনে।

 

Ek Jibane Lyrics | এক জীবনে | Subhamita Banerjee lyrics in English

Ek jibone nana hoyto noy ek jibone

Na jabena tomay jana tumi akash ojana

Ghure ghure nana sure nana ronge

Eke jao monone songopone

Ek jibone jaay ki gona akash bhora tara

Ek jibone jaay dekha sob shopno pagolpara

Na tobe ki bhul shopno rong jhora bokul

Janina ki srote bhese bhese

Aaj haranu nijer thikana

Ek jibone jaay ki paowa chai ja moner moton

Ek jibone jay ki deowa hridoy jokhon tokhon