এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে,
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে,
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে,
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে,
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।
এক জীবনে যায় কি গোনা
আকাশ ভরা তারা ?
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা।
এক জীবনে যায় কি গোনা
আকাশ ভরা তারা ?
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা।
নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল,
নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল,
জানিনা কি স্রোতে ভেসে ভেসে
আজ হারানু নিজের ঠিকানা।
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে,
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে,
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।
এক জীবনে যায় কি পাওয়া
চাই যা মনের মতন,
এক জীবনে যায় কি দেওয়া
হৃদয় যখন তখন।
এক জীবনে যায় কি পাওয়া
চাই যা মনের মতন,
এক জীবনে যায় কি দেওয়া
হৃদয় যখন তখন।
নাহ্ তবে কি ভুল
স্বপ্ন রং ঝরা বকুল,
নাহ্ তবে কি ভুল
স্বপ্ন রং ঝরা বকুল,
এ মন ব্যাকুলে ছাড়িয়ে দু কুল
হারাতে কোথায় মানা।
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা,
ঘুরে ঘুরে, নানা সুরে, নানা রঙে,
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে,
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।